আলোচনায় আসায় জুড়ি নেই পপতারকা মাইলি সাইরাসের। এমটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'অশ্লীল' নাচ, নগ্ন হয়ে মিউজিক ভিডিওতে আবির্ভাব- এমন নানা বিষয়ে একাধিকবার শিরোনামে এসেছেন মাইলি। এবার তিনি খবরে এলেন শৌচাগার থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।
২২ বছর বয়সী এই পপ তারকা, আর অ্যান্ড বি শিল্পী ড্রেকের ছবি সম্বলিত একটি পোশাক পরে শৌচাগার থেকে ছবি তোলেন। সরাসরি কমোডের উপর বসে থাকা মাইলি নিজের এই ছবির শিরোনামে লেখেন “#পিপিব্লুলিপ”।
'ব্লুলিপ' কথাটি মূলত ড্রেককে উদ্দেশ্য করেই বলা হয়েছে। এর আগের আরেকটি সেলফিতে ঠোঁট নীল রঙে রাঙিয়ে সাইরাস লিখেছিলেন, ''যখন আপনার ঠোঁট ড্রেকের সঙ্গে মিলে যায়।''
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/ এস আহমেদ