ব্যাংকক বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা। সোমবার সন্ধ্যার ওই ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদেশিদের হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাউইত ওঙসুয়ান।
একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যাংককে অবস্থান করছেন রিতেশ-জেনেলিয়া। বিস্ফোরণের সময় তারা পাশের একটি শপিং মলে কেনাকাটা করছিলেন। ঘটনার পরে টুইট করে নিজেদের সুস্থ থাকার খবর জানিয়েছেন জেনেলিয়া।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় সোমবার সন্ধ্যায় মটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়৷ একটি হিন্দু মন্দিরের বাইরে ঘটা ওই ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত রয়েছেন শতাধিক।
-আইবিএন লাইভ অবলম্বনে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/ এস আহমেদ