বর্তমান বলিউড অভিনেত্রী সাবেক পর্নস্টার সানি লিওন সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাডাল্ট স্টার ইমেজটা সানি লিওনের ঘাড় থেকে নামছেই না। গত ২/৩ বছর ধরে বলিউডে কাজ করে চললেও প্রথম সারির অভিনেতারা তার সঙ্গে সিনেমা করতে চাইছেন না। এবার তো নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারস্টার সরাসরি বলেই দিলেন, ‘স্ত্রী মানা করেছেন।’
সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে 'সেই' সুপারস্টার জানিয়েছেন, ‘আমি সানির সঙ্গে সিনেমা করতেই পারি। এতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু দিনের শেষে আমাকে বাড়ি যেতে হয়। আমার স্ত্রী আমাকে সানির সঙ্গে সিনেমা করতে মানা করেছেন।’
বলিউডের এখন পর্যন্ত সানির যেসব সিনেমা মুক্তি পেয়েছে, তাতে কোনো প্রথম সারির অভিনেতা ছিলেন না। রজনীশ দুগ্গল, রাম কাপুরের মতো হিরোর সঙ্গে অভিনয় করেছেন সানি। তার আপকামিং সিনেমা মস্তিজ়াদে-তে রয়েছেন তুষার কাপুর ও বীর দাস।
এর আগে, একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, ‘স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন যদি আমি তাদের স্বামীর সঙ্গে কাজ করি।’ এবার এই নাম প্রকাশে অনিচ্ছুক সুপারস্টারের বক্তব্যের পর সানির সেই উক্তির প্রমাণ মিললো।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/মাহবুব