ফ্রেমবন্দী হলেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তারা অভিনয় করছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজের 'সম্রাট' ছবিতে। এ ছবিতে আরও আছেন শাকিব খান। রবিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত টানা ২৫ ঘণ্টা একটি গানের শুটিং হয়। আর এতে অংশ নেন ইন্দ্রনীল-অপু। 'নিঃশ্বাস ফিরে পাই, তোমার কথা ভেবে/বিশ্বাস মনে তাই, তুমি আমার হবে-' এমন কথার গানে পারফর্ম করেছেন তারা। গানটি লিখেছেন জাহিদ হাসান অভি। গানের সুর-সংগীত করেছেন আরফিন রুমি। আর কোনালের সঙ্গে গানটি দ্বৈতভাবে গেয়েছে আরফিন রুমি নিজে। গান নিয়ে রাজ বলেন, 'পুরো ছবিই আধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে। আর গান তো ছবির প্রাণ। তাই এই গানটিও বেশ যত্নের সঙ্গে নির্মাণ করা হয়েছে। দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস'।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে 'সম্রাট'র ট্রিজার। এরপর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।