সংসার জীবনে তারা স্বামী-স্ত্রী। কিন্তু তারও আগে তারা ছিলেন জনপ্রিয় জুটি। পর্দা জুটি থেকে বাস্তব জুটি হয়েছেন। বেশ সফলভাবেই এগিয়ে নিয়েছেন সংসার জীবন। কিন্তু দর্শক এখনো তাদের পর্দায় দেখতে চায়। বলা হচ্ছে বচ্চন জুটি অমিতাভ-জয়ার কথা। তারা সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০১ সালের 'কাভি খুশি কাভি গাম' ছবিতে। ১৪ বছর পর আবার দুজন দাঁড়ালেন এক ফ্রেমে। আর বালকি পরিচালিত 'কি অ্যান্ড কা' ছবিতে স্বল্প উপস্থিতির দুটি চরিত্রে অভিনয় করেছে এই সুখী দম্পতি। তাদের সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল অর্জুন কাপুরের। অল্প সময়েই সেটা পূর্ণ হলো।
বচ্চন পরিবারের দুই বটবৃক্ষের সঙ্গে কাজ করতে পারা অভিনয়শিল্পীদের তালিকায় অর্জুনের আগে যুক্ত হয়েছেন শাহরুখ খান ও হৃতি্বক রোশন। তবে তাদের পুত্রসন্তান অভিষেক বচ্চনেরই সেই সুযোগ হয়নি। তাই ৩০ বছর বয়সী অর্জুন রসিকতার সুরে টুইটারে লিখেছেন, 'আমার ঝুলিতে থাকা স্বপ্ন কড়া নাড়ল। অমিতাভ বচ্চন ও জয়া আন্টির সঙ্গে কাজ করতে পারছি। অভিষেক তোমাকে হটিয়ে দিলাম!'
ছবিতে অর্জুনের নায়িকা কারিনা কাপুর।