প্রায় সাত বছর পর আবার একসঙ্গে গান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ। কবির বকুলের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন রাফী। গানটি থাকছে একটি মিঙ্ড অ্যালবামে। সম্প্রতি দূরবীন ব্যান্ডের স্টুডিওতে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। এ প্রসঙ্গে শহীদ বলেন, 'রিক্সা' শিরোনামের একটি গানে আজ থেকে সাত বছর আগে আমি আর ফাহমিদা আপা একই সঙ্গে গান গেয়েছিলাম। অনেকটা সময় পর তার সঙ্গে আবার গান করার সুযোগ হলো। তিনি আরও বলেন, এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হবে আমেরিকায়। আগামী মাসের প্রথম সপ্তাহে গানটির শুটিংয়ের জন্য আমেরিকায় যাবেন মডেল ও অভিনেতা অন্তু করিম। মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন শিমুল হাওলাদার।