দাম্পত্যের ২৫ বসন্ত পূর্ণ করলেন ঢালিউডের ড্যাশিং হিরো-খ্যাত মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ১৬ আগস্ট ছিল এই চলচ্চিত্রকারের বিয়ের রজতজয়ন্তী। দিনভর ভক্ত- শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় মাসুদ-জিনাত পারভেজ দম্পতি। সন্ধ্যায় উত্তরা ক্লাবে মেতে উঠে আনন্দ-উৎসবে। চলচ্চিত্র এবং এই জগতের বাইরের মানুষেরা শুভেচ্ছা জানাতে আসেন প্রিয় এই অভিনেতাকে। নানা আয়োজনে খেয়ামুখর ছিল মধ্যরাত অবধি। সবার উদ্দেশে সোহেল রানা বলেন, দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। চলচ্চিত্র জগৎকে আরও ভালো কাজ দিয়ে পূর্ণতা দিয়ে যেতে পারি। তার সহধর্মিণী জিনাত পারভেজও সবার দোয়া চান। সোহেল রানা বলেন, চলচ্চিত্রকে ঘিরেই জীবনের এতটা দিন পাড়ি দিলাম। বাকি কাজ সম্পন্ন করার জন্য আমাদের আদরের সন্তান মাশরুর পারভেজের হাতে দায়িত্ব তুলে দিলাম। তার অভিনীত 'অদৃশ্য শত্রু' ছবিটি ইতিমধ্যে সবার মন জয় করেছে। দোয়া করবেন সেও যেন ভালো কাজ করে যেতে পারে।