আবারও শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাপ্পী অভিনীত 'লাভার নাম্বার ওয়ান'। হলের সংখ্যার দিক দিয়ে বাপ্পীর ছবি আবারও রেকর্ড গড়ছে। তার প্রথম ছবি 'ভালোবাসার রঙ' মুক্তি পেয়েছিল প্রায় ১০০ সিনেমা হলে। এরপর এ নায়কের অনেক ছবিই একশরও কাছাকাছি সিনেমা হলে মুক্তি পায়। এবার 'লাভার নাম্বার ওয়ান' মুক্তি পাচ্ছে ১০৫টি সিনেমা হলে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ ছবিটি নির্মাণ করেছেন ওমর ফারুক। এটি তার প্রথম পরিচালনা। এর আগে তিনি প্রযোজক হিসেবে সুনাম কুড়িয়েছেন। প্রযোজনা করেন 'বলব কথা বাসর ঘরে' ও 'একবার বলো ভালোবাসি' ছবি দুটি। ইতিমধ্যে 'লাভার নাম্বার ওয়ান' ছবির ট্রেলার দেখে ছবিটির প্রতি দর্শক আগ্রহ তৈরি হয়েছে। ছবির গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। বাপ্পী বলেন, পরিপূর্ণ বিনোদনের একটি ছবিতে কাজ করলাম। দর্শক নিঃসন্দেহে মজা পাবে। নির্মাতা বলেন, বাজেট বা নির্মাণে কোনো আপস করিনি। আশা করি দর্শক নিরাশ হবে না।