চলচ্চিত্রকার জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকাল ৫টায় এর উদ্বোধন হবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী মোহাম্মদ শীশ ও সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার মশিউদ্দিন সাকের ও জহির রায়হানের পুত্র অনল রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মেছিলেন জহির রায়হান।