রেডিও জকি হিসেবে আলোচিত, জি-বাংলার মীরাক্কেল দিয়ে আরও জনপ্রিয়। সেই মীর আফসার আলী ঢাকায় আসছেন আবারও। একা নন, সঙ্গে থাকবে তার গানের দল 'ব্যান্ডেজ'। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 'ফ্যান্টাবুলাস কমেডি নাইট' শীর্ষক এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মীর ও তার দল। এটি আয়োজন করেছে ম্যাডবঙ্ কমিউনিকেশন। ৪ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠানটি হবে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। শুধু 'ব্যান্ডেজ' নয়, এ অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। আরও পারফর্ম করবেন 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার' এর সাবেক প্রতিযোগী শশী, সজল, শাওন, ইমনসহ অনেকেই।