আপনাকে দর্শক সবসময় সহজ-সরল সাধারণ মেয়ের চরিত্রকে দেখে থাকে। এই বিষয়টি কেন?
দেখুন মনপুরার পর সবাই আমাকে খুব সহজ-সরল চরিত্রগুলোতেই কাজ করানোর চেষ্টা করেন। শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের চরিত্রগুলোতে আমাকে বারবার অভিনয় করানোর চেষ্টা করা হয়। ব্যক্তি জীবনেও আমি এমনই। কিন্তু তারপরও আমি নিজেকে একটু ভাঙতে চাই। ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। নিজের গেটআপেও একটু পরিবর্তন আনতে চাই। কিন্তু হচ্ছে না। আমাদের দেশে একবার রেলগাড়ি যেদিকে যেতে শুরু করে, সেদিকেই শুধু যায়। বিষয়টি ঠিক না।
সম্প্রতি 'মেঘে ঢাকা আকাশ' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।
হ্যাঁ, নাজমুল হক বাপ্পী পরিচালিত এই খণ্ড নাটকে আমি একজন ইন্টেরিয়র ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছি। আমি ও মেহজাবিন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। সাদিয়া জাফরিন খুব চমৎকার একটি গল্প লিখেছেন। চেষ্টা করেছি এই নাটকে নিজেকে ভাঙার। আজ দীপু আশরাফের নির্দেশনায় 'বুনোফুল' নাটকে কাজ করেছি একটু অন্যরকম চরিত্রে। সত্যিই আমি নিজেকে আরও ভাঙতে চাই। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই।
নতুন দুটি ধারাবাহিকে কাজ করছেন...
নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে আলভী আহমেদের নাম ঠিক না হওয়া একটি এবং অন্যটি হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুলের 'বাক্সবন্দী'। এ ছাড়া প্রচার চলছে চ্যানেল আইতে 'একজন মায়াবতী', বাংলাভিশনে 'তিনি আসবেন', এটিএন বাংলায় 'দহন' ও বিটিভিতে 'উজান গাঙ্গের নাইয়্যা সিরিজ টু'।
বিজ্ঞাপনে আপনার উপস্থিতি একেবারেই নেই। কেন?
এটি আসলে বিজ্ঞাপন নির্মাতা এবং যাদের বিজ্ঞাপন তাদের আগ্রহের ওপর নির্ভর করে। তবে আমার ইচ্ছে আছে ভালো বিজ্ঞাপনে কাজ করার।
নতুন চলচ্চিত্রেও দেখা নেই...
'মনপুরা'র পরীর জনপ্রিয়তাকে যদি কোনো চরিত্র ছাপিয়ে না যেতে পারে তাহলে নতুন চলচ্চিত্রে কাজ করেও কোনো লাভ নেই। যদি পরিস্থিতি এমনই হয় তাহলে নতুন চলচ্চিত্রেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই। কিছু প্রস্তাব পেয়েছি, ভালো লাগেনি। আসলে আমি এখনো 'মনপুরা'য় বুঁদ হয়ে আছি। এর থেকে ভালো কোনো পাণ্ডুলিপি পেলে অভিনয়ের চিন্তা করব। কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখছি না।
অভিনয়ের বাইরে অন্যকিছু করার কোনো পরিকল্পনা?
না, আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে মাঝে মঞ্চে কাজ করার জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু সব মিলিয়ে আর হয়ে উঠল না। তাই কাজ করা হলো না।
শোবিজ প্রতিবেদক