সারাদেশের ৮৫টি সিনেমা হলে আগামীকাল শুক্রবার একযোগে মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরী ও পরীমণি অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’। ফারুক ওমর পরিচালিত সময়ের আলোচিত নায়িকা পরীমণি ও বাপ্পীর প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে আসছেন বড় পর্দায়।
ইতিমধ্যে ছবিটি মুক্তির সব প্রস্তুতি শেষ হয়েছে। ছবিটি নিয়ে আশাবাদী প্রযোজক ও পরিচালক ফারুক ওমর বলেন, 'সুন্দর গল্পের রোমান্টিক অ্যাকশনধর্মী 'লাভার নাম্বার ওয়ান' ছবিটি দর্শকের প্রত্যশা পূরণ করতে সক্ষম হবে।
ছবিটির কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান মজনু ও সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ ছবিতে বাপ্পী চৌধুরী ও পরীমণির সঙ্গে দেখা যাবে চ্যানেল আই-ভিট টপ মডেল তানিয়া বৃষ্টিকে। এছাড়া ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, সাদেক বাচ্চু, রেহানা জলি, ডি জে সোহেল, শিবা শানু ও মিশা সওদাগর। আর আইটেম গানে দেখা যাবে ঢালিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল বিপাশা কবীরকে। এখন দেখার বিষয় বাপ্পী-পরীর এই রসায়ন দর্শকরা কিভাবে গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/মাহবুব