সমবয়সী হোক বা বয়সে ছোট- ইন্ডাস্ট্রির প্রায় সব নায়িকার সঙ্গেই ছবি করার নজির আছে বলিউড কিং শাহরুখ খানের। এবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন টিনএজার আলিয়া ভাটের সঙ্গে। 'ইংলিশ ভিংলিশ' খ্যাত পরিচালক গৌরী শিন্ডের আগামী ছবিতে দেখা যাবে তাদের। করণ জোহরের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনাও করবেন কিং খান। সম্প্রতি করণ জোহরের অফিসের বাইরে বলিউড বাদশার গাড়ি দেখে এমনটাই গুঞ্জন উঠেছে বলিউড মহলে। ছবিটির নাম এখনো জানা যায়নি। এ ছাড়া ছবির বিষয়ে এখনই কিছু বলতে নারাজ প্রযোজক বা অভিনেতা। নাম না জানা ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল ক্যাটরিনা কাইফের। কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি। ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। আলিয়ার সঙ্গে আরও তিনজনকে নেওয়া হবে ছবিতে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা নির্ধারণ করা হয়নি। আলিয়া এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি 'শানদার'র প্রচারণায়। এতে তার সহশিল্পী শহিদ কাপুর।