শম্ভু মিত্রের জন্মশতবার্ষিকীতে কণ্ঠশীলন
আগামীকাল আবৃত্তি ও বাংলা নাটকের কিংবদন্তি শম্ভু মিত্রের শততম জন্মদিন। এ উপলক্ষে কাল সন্ধ্যায় কণ্ঠশীলনের প্রযোজনায় শম্ভু মিত্র রচিত ও গোলাম সারোয়ার নির্দেশিত নাটক 'চাঁদ বণিকের পালা'র পাঠাভিনয় [প্রথম পর্বের শ্রুতিরূপ] মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এতে অভিনয় করবেন কণ্ঠশীলনের নাটক বিভাগের শিল্পীরা। পাশাপাশি শম্ভু মিত্রের বলিষ্ঠ জীবন ও তার শৈল্পিক পদচারণা নিয়েও রয়েছে আলাপচারিতা।
'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'
২৫ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকের দল বটতলা প্রযোজিত নাটক 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'।
মোহাম্মদ হায়দার আলীর নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া' কুশীলব পংকজ মজুমদার, তৌফিক হাসান ভুঁইয়া, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি প্রমুখ।
ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর উৎসব
নাট্যকর্মী সৈয়দ মহিদুল ইসলামের স্মরণে আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ব্যতিক্রমী নাট্যগোষ্ঠীর চার দিনব্যাপী নাট্যোৎসব। মোট চারটি নাটক মঞ্চায়ন হবে উৎসবে। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকগুলো।
আগামীকাল উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক 'মহাজনের নাও'। ২৩ আগস্ট মঞ্চায়ন হবে প্রাচ্যনাটের নাটক 'রাজা ও অন্যান্য', ২৪ আগস্ট মঞ্চায়ন হবে আয়োজক নাট্যদলের নাটক 'ফিরে পাওয়া'। ২৫ আগস্ট সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে লোকনাট্য দল প্রযোজিত নাটক 'কঞ্জুস'।
পদাতিক-এর 'ম্যাকবেথ'
২৪ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক 'ম্যাকবেথ'।
উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শামছি আরা সায়েকা, মশিউর রহমান, হামিদুর রহমান পাপ্পু, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম প্রমুখ।
প্রাচ্যনাটের 'কিনু কাহারের থেটার'
আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক 'কিনু কাহারের থেটার'।
মনোজ মিত্রের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী তৌফিকুল ইসলাম, সানজিদা প্রীতি, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, বিলকিস জাহান জবা, মিতুল রহমান, আসলামুজ্জামান পলাশ, সাইফুল ইসলাম জার্নাল, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, ফুয়াদ বিন ইদ্রিস প্রমুখ।