ছোট পর্দা থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে বড় পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত ইমন। তবে দীর্ঘদিন পর আবারও নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। নাটকের নাম 'উচ্চতর ব্যবহারিক শিক্ষা'। আসন্ন ঈদকে সামনে রেখে রুম্মান রশীদ খান-এর লেখা এই নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। এতে ইমনের বিপরীতে দেখা যাবে মেহজাবীনকে।
এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, অনেকদিন পর নাটকে ফিরলাম। সর্বশেষ রুম্মান রশীদ খান-এর লেখা এবং রাজীবের প্রযোজনায় ভাষা পেলো ভালোবাসা নাটকে কাজ করেছিলাম। এরপর আর কোনো নাটকে কাজ করা হয়নি। যদিও আগে ধারণ করা বেশ কিছু নাটক এই সময়ে প্রচারিত হয়েছে।
নাটক থেকে দূরে থাকার বিষয়ে তিনি বলেন, চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান, আমার স্বপ্ন। তবে ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।
ইমন আরো বলেন, উচ্চতর ব্যবহারিক শিক্ষা নাটকের স্ক্রিপ্ট যেমন মজার, ঠিক তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। পরিচালক খুব যত্ন নিয়ে কাজ করেছেন। তাছাড়া মেহজাবীনের সঙ্গে অভিনয় করাটাও বেশ উপভোগ করেছি।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৫/মাহবুব