বাংলাদেশ থেকে দুইটি ছবি একসঙ্গে নির্বাচিত হলো কানাডার মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসবে। ছবি দুটি হচ্ছে আবু শাহেদ ইমনের 'জালালের গল্প' এবং 'আন্ডার কন্সট্রাকশন'। ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উৎসব। অফিসিয়াল সিলেকশন লাইনআপের অন্যতম প্রেস্টিজিয়াস বিভাগ 'ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা' সেকশনে ছবি দুটি দেখানো হবে।
মেহেরজান খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেনের 'আন্ডার কন্সট্রাকশন' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের পটভূমিতে। অন্যদিকে জালাল নামে একটি ছেলের জীবনের তিনটি অধ্যায়ের তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে 'জালালের গল্প' ছবিটি।