খাদ্যে ভেজালের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন চিত্রনায়ক আমিন খান। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভেজালের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। গত শনিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগরের একটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। এ সময় তিনি ভেজালমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতন করে তোলার চেষ্টা করেন। আমিন খানের এ উদ্যেগে আপ্লুত হয়ে স্বেচ্ছায় তার সফরসঙ্গী হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফিরোজ আলম।
এ প্রসেঙ্গে ফিরোজ আলম বলেন, ''আমিন খান খাদ্যে ভেজালের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। 'ভেজাল মুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ'— এই স্লোগান নিয়ে শনিবার থেকে মাঠ পর্যায়ে প্রথম কাজ শুরু হয়। এরপর সারাদেশে খাদ্যে ভেজালের বিরুদ্ধে মানুষকে সচেতনতার কথা বলবেন আমিন খান।''
জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের এই ভাবনা ভালো লেগেছে বলেই এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান ফিরোজ আলম। পেশাগত কাজের বাইরে আমিন খানের সহযোগী হিসেবে তিনি রয়েছেন এই আন্দোলনে।
তিনি বলেন, 'এটি সামাজিক সচেতনতামূলক কাজ। কীভাবে সবাইকে এই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা যায় তার একটা রূপরেখা তৈরি করা হবে। যে কেউ কাজটির সঙ্গে যুক্ত হতে পারবেন। আপাতত ফেসবুকে 'ভেজালমুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ' নামের একটি পেজ খোলা হয়েছে। এই লিংকে ক্লিক করে https://www.facebook.com/VejalMuktoBangladesh?fref=nf সামাজিক এই সচেতনতামূলক কাজের সঙ্গে যে কেউ যুক্ত হতে পারবেন।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/ এস আহমেদ