অভিনেত্রী অপি করিম এখন টেনিস খেলোয়াড়। অভিনয়ের জন্যই র্যাকেট হাতে মাঠে নেমেছেন তিনি। জাতীয় টেনিস কোটে গিয়েই টেনিস খেলছেন তিনি। ব্যতিক্রমী এ চরিত্র নিয়ে নাটক নির্মাণ করছেন রতন রিপন। নাটকের নাম 'এক বিকেলের সুখ-দুঃখ'। এতে অপির সঙ্গে অভিনয় করছেন সজল। আনিস চৌধুরীর গল্পে এর চিত্রনাট্য লিখেছেন সাগর জাহান। এনটিভিতে আগামী কোরবানির ঈদে প্রচার হবে নাটকটি। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'গল্পটি একেবারেই অন্যরকম। আমরা নির্মাণও করছি খুব যত্ন নিয়ে। আশা করি, ব্যতিক্রমী একটি নাটক হবে এটি।'