আজকাল নিজেকে 'ভারতীয়' বলে গর্ব বোধ করছেন পর্নোজগত ছেড়ে আসা সানি লিওন। তবে হঠাৎ করেই গর্বিত হননি সানি। এই মুহূর্তে কাজের সূত্রে লস অ্যাঞ্জেলসে রয়েছেন অভিনেত্রী। বিদেশের মাটিতে পা রেখেই সানি দেখেন যে, সেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মাতামাতির অন্ত নেই। আসলে আমেরিকান টিভি সিরিজ 'কোয়ান্টিকো'য় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। আর কোয়ান্টিকো-র মতো জনপ্রিয় টেলি-সিরিজের সৌজন্যে পিগি চপসও এখন হলিউডের ফেভারিট-তালিকায়। এ দেখে বেজায় খুশি সানি।
উচ্ছ্বসিত সানি তাই টুইটেই শুভেচ্ছা জানালেন বলিউডের 'মেরি কম'কে। তিনি জানান, লস অ্যাঞ্জলসের যে রাস্তাতেই তিনি ড্রাইভ করছেন, সেখানেই প্রিয়াঙ্কার পোস্টার দেখছেন। বিদেশের মাটিতে পিগি চপসের সাফল্যে আনন্দিত সানি নিজেকে 'প্রাউড ইন্ডিয়ান' হিসেবে টুইট করেন। প্রিয়াঙ্কাও অবশ্য উত্তর দিতে দেরি করেননি। টুইটের মাধ্যমে মিস লিওনকে ধন্যবাদ জানান নায়িকা।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৫/ এস আহমেদ