শুনতে অবাক লাগলেও এটাই সত্য। দুই কিংবা তিন ঘণ্টা নয়, পুরো ৭২০ ঘণ্টার সিনেমা। হলিউডে তৈরি হচ্ছে ম্যারাথন এই সিনেমা।
সিনেমার নাম ‘অ্যাম্বিয়েন্স’ যা দেখতে ঘণ্টা নয়, আপনার সময় লাগবে টানা একমাস। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমায় ৭ ঘণ্টার ২০ মিনিটের ‘ছোট্ট’ ট্রেলার।
‘অ্যাম্বিয়েন্স’ সিনেমায় রয়েছে দু’জন মানুষের জীবনের গল্প। যাদের দেখা হয় সুইডেনের সমুদ্রতটে। তারপরই এগতে থাকে ছবির গল্প। সব থেকে বড় সিনেমা ছাড়াও এ ছবির বিশেষত হল, “পুরো সিনেমার শুটিং হচ্ছে এক শটে। মানে কোনও কাট ছাড়াই তৈরি হচ্ছে ‘অ্যাম্বিয়েন্স’!
২০১৪ সালে মুক্তি পায় এই ছবির ৭২ মিনিটের টিজার। এ বছর সামনে আসে ‘অ্যাম্বিয়েন্স’ ৭ ঘণ্টা ২০ মিনিটের ট্রেলার। নির্মাতারা জানাচ্ছেন, ২০১৮ সালে মুক্তি পাবে ৭২ ঘণ্টার দ্বিতীয় ট্রেলার। গোটা ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-০২