বলিউডে গত কয়েক মাস ধরেই চলছে সেলিব্রেটিদের সম্পর্ক ও পরিবার ভাঙার ঢেউ। এর মাঝে অবশ্য একটুখানি আনন্দের মুহূর্তে এনে দিয়েছেন বিপাশা বসু ও করন সিং গ্রোভার। আগামী ৩০ এপ্রিল সাতপাঁকে বাধা পড়ছেন এ দুজন। সে হিসাবে তাদের বিয়ের বাদ্য বাজার আর মাত্র এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে অবশ্য বিয়ের প্রস্তুতি জোরোশোরে চলছে।
দু'তারকাও তাদের বিয়ে সামনে রেখে নিজেদের সুখানুভূতিগুলো ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন। যেমন এক ফেসবুক পোস্টে করণ লিখেন, 'যেমনটা তুমি [বিপাশাকে উদ্দেশ্যে করে] আমার সঙ্গে সবসময় আছো আমিও তোমার সঙ্গে সারাজীবন থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করছি।' একইভাবে বিপাশাও বিয়ের অনুষ্ঠান দিয়ে সবাইকে চমকে দিতে চান বলে একটি সূত্র জানায়। তবে বিয়ের আনুষ্ঠানিকতা অর্থাৎ বিয়ের অনুষ্ঠানের ধরন কেমন হবে, কে কী পরবেন এসব নিয়ে একদমই মুখ খুলছেন না দুজনের কেউ-ই। তবে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে কিছু কিছু খবর গণমাধ্যমে ফাঁস হচ্ছে।
সূত্র জানায়, বিয়ের মূল অনুষ্ঠানের খুঁটিনাটি সবকিছু নাকি বিপাশা নিজেই তদারকি করছেন। আর এ কাজে তাকে সহায়তার জন্য কলকাতা থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন তার বাবা-মা।
এদিকে, বিপাশা-করনের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৯ এপ্রিল থেকে। এদিন মুম্বাইয়ের একটি হোটেল লাউঞ্জে অনুষ্ঠিত হবে তাদের মেহেদি সন্ধ্যা। আর বিয়ের দিন অর্থাৎ ৩০ এপ্রিল সকালেই হবে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। সেইসঙ্গে বহু কাঙ্ক্ষিত বিয়ের মূল পর্ব হবে সাউথ মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। তাদের বিয়ের পোশাকে ঐতিহ্যের ছাপ থাকবে বলেও সূত্র জানায়।
অপরদিকে, বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা প্রাথমিকভাবে জানানো হলেও এ থেকে এখন সরে এসেছেন বিপাশা ও করণ দুজনেই। পরিবর্তে বিয়ের দিন সন্ধ্যায় একটি ছোটোখাটো গেট-দুগেদারের আয়োজন করা হবে যেখানে দুজনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ