এবার হাত রাঙালেন পরীমণি। না, বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য নয়; রাঙালেন একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। সম্প্রতি একটি মেহেদীর বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন হালের আলোচিত এ অভিনেত্রী। বিজ্ঞাপনটির শ্যুটিং এবং অন্যান্য টেকনিক্যাল কাজকর্ম সম্পন্ন হয় কলকাতার একটি স্টুডিওতে। গত সপ্তাহে শেষ হয় এর চিত্র ধারণ। এর দায়িত্বে ছিলেন টলিউডের উদীয়মান কোরিওগ্রাফার রাজদীপ দেব। পরিচালনায় ছিলেন সৈনক মিত্র। পয়লা বৈশাখের দু'দিন আগে এবং দু'দিন পরেই ক্যামেরাবন্দি হয় বিজ্ঞাপনটি। মাঝে বৈশাখ উদযাপন করতে পরীমণির ঢাকা প্রত্যাবর্তনের কারণে বিরতি দেয়া হয় একদিন।
বিজ্ঞাপন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমণি বলেন, " এ বিজ্ঞাপনটি খুব উপভোগ করেছি। গতানুগতিক কাজের চেয়ে একটু ব্যতিক্রম ছিল এটি। আশা করি দর্শকরাও এটি সানন্দে গ্রহণ করবে।"
সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বিলবোর্ডে শোভা পাবে পরীমণির এ মেহেদীর বিজ্ঞাপনটি।
উল্লেখ্য, এর আগে একটি মিষ্টি কোম্পানি, কোমল পানীয় ও সাবানের বিজ্ঞাপন করে নির্মাতাদের নজর কাড়েন পরীমণি।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা