বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে আর জামান রাকিব ও শাকিলা সাকির গাওয়া 'তোরই অপেক্ষা' গানটির মিউজিক ভিডিও। গানটির দৃশ্যধারণ করা হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। ভিন্ন মাত্রার একটি ভালোবাসার গল্প নিয়ে ভিডিওটির কাহিনী সাজানো হয়েছে। যেটি পরিচালনা করেছেন পাপ্পু। গানটিতে মডেল হয়েছেন সানজিদা জামান বৃষ্টি ও অর্ক। গানটির কথা লিখেছেন মীর মামুন হোসাইন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জি এম রনি। গানটিতে বাঁশি বাজিয়েছেন কামরুল। গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে রাকিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চেষ্টা করেছি ভালো একটি মিউজিক ভিডিও করার। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ আজহার/এস আহমেদ