ষাটের দশকে মুম্বাইয়ের ত্রাস বলে পরিচিত ছিল রমন রাঘব। ঠিক কি কারণে একের পর এক খুন করতেন এই রমন, তার সঠিক কোনো তথ্য নেই। তথ্য নেই খুনের সঠিক সংখ্যা সম্পর্কেও। রমন নিজে অবশ্য ২৩টা নৃশংস হত্যার কথা স্বীকার করেছিলেন। বিশ্ব তাকে চেনে 'সাইকো রমন' নামে।
সেই 'সাইকো রমন'-কে এবার পর্দায় তুলে আনতে যাচ্ছেন পরিচালক অনুরাগ কশ্যাপ। ‘রমন রাঘব ২.০' নামের এই মুভিতে নাম ভূমিকায় আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবির শুরুতেই সবাইকে চমকে দিয়েছে তার লুক। ছবির অন্য পোস্টারেও মুম্বাইয়ের রাস্তায় রক্তের স্রোতকে তুলে ধরেছেন পরিচালক।
আগের সব মুভিতেই কোনো না কোনো চমক ছিল নওয়াজের চরিত্রে। এবার সিরিয়াল কিলারের ভূমিকায় নওয়াজ নতুন ট্রেন্ড সেট করবেন বলে দাবি অনুরাগের। এছাড়া ‘রমন রাঘব ২.০' -তে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে 'মাসান' ভিকি কৌশলকে। এটি আগামী ২৪ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে আগে প্রদর্শিত হবে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা