রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানটুরের সঙ্গে কি প্রেম করছেন সালমান খান? বলিউডে এই সম্পর্ক কয়েক মাস আগেও ছিল টক অফ দ্য টাউন। কিন্তু মাঝে বেশ ঝিমিয়ে পড়েছিল সেই গল্প। ফের গত রবিবার থেকে পেজ-থ্রিতে সালমান-লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আসলে রবিবার দুবাইয়ের একটি গয়নার দোকানে নাকি লুলিয়াকে নিয়ে গিয়েছিলেন সালমান। সেখানে দু’জন বেশ কিছুক্ষণ শপিং করেন। এরপর দোকান থেকে বেরোনোর সময় সালমানের হাতে দেখা যায় একটি বড় আংটি। সেই থেকেই ফের শুরু হয়েছে সালমান-লুলিয়ার সম্পর্কের জল্পনা।
কয়েক দিন আগে দিল্লিতেও সালমান-লুলিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় ‘সুলতান’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান। আর তাঁর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ছবির সেটেই নাকি হাজির হয়েছিলেন লুলিয়া।
তা হলে কি লুলিয়ার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন সালমান? এখনও দু’জনের কেউই প্রকাশ্যে এ নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ বলছে এটাই হওয়ার সম্ভাবনা বেশী।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৩