রাজকুমার হিরারি পরিচালিত জনপ্রিয় মুভি 'থ্রি ইডিয়টস'র সিক্যুয়ালের মতো একটি মুভি নির্মাণের কথা শোনা যাচ্ছে। শুধু তাই নয়, মুভিটির মূল চরিত্রে যারা অভিনয় করেছেন সিক্যুয়ালেও তাদের কাস্ট দেয়ার কথা পরিকল্পনা করছেন তিনি। 'থ্রি ইডিয়টস'এ অভিনয় করেছিলেন আমির খান, শারমান যোশি ও আর মাধভান।
অভিনেতা শারমান যোশিও সম্প্রতি সেলিব্রেটি ওয়েবসাইট স্পটবয়ডটকমকে নিশ্চিত করেছেন যে মি. হিরানি এ তিন অভিনয়ের সঙ্গে তার নতুন আইডিয়া শেয়ার করেছেন। একথা শোনার পর তারা তিনজনেই মুভিটিতে অভিনয়ের ব্যাপারে নিজেদের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। অভিনয় শুরুর জন্য তারা অপেক্ষায় আছেন। তবে নতুন মুভিটি 'থ্রি ইডিয়টস'র সিক্যুয়াল হচ্ছে কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ