ঢাকাই ছবির হালের অলোচিত অভিনেতা সাইমন সাদিক নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘মন যারে চায়’। পি এ কাজল পরিচালিত এই ছবিতে সাইমনের বিপরীতে দেখা যাবে অহনাকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে সাইমন বলেন, ‘ছবিটি মূলত রোমান্টিক ধাঁচের। তবে দর্শকরা এখানে বিনোদনের আরও অনেক কিছু পাবেন। বিশেষ করে ছবির গল্পটি খুবই চমৎকার। মৌলিক গল্পে প্রেম-বিরহের কম্বিনেশনে দারুণ একটি ছবি হবে ‘মন যারে চায়।’
সাইমন আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলেও আগামী আগস্টে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে চলবে এর দৃশ্যধারণ।
'মন যারে চায়' ছবিটি হবে সাইমন-অহনা জুটির দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে একই নির্মাতার ‘চোখের দেখা’ ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। বর্তমানে এই ছবিটির ডাবিংয়ের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব