'বালিকা বধূ' খ্যাত বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু খবর নতুন মোড় নিয়েছে। আত্মহত্যার আগে নাকি প্রত্যুষাকে ‘খুনের হুমকি’ দেওয়া হয়েছিল! মুম্বাই হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকরের এজলাসে একটি টেলিফোন রেকর্ডিং জমা দিয়েছেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের আইনজীবী। যা শুনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রত্যুষার কণ্ঠস্বরই এটি। শেষবারের মতো বয়ফ্রেন্ডকে ফোন করে অভিনেত্রী নাকি জানিয়েছিলেন যে, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী যা যা ছিল ওই রেকর্ডিংয়ের কথোপকথনে:
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়: আমাকে চরিত্রহীন বলা হচ্ছে। আমাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। আমার মা-বাবাকেও মারার হুমকি দেওয়া হচ্ছে। আমার জীবনে আর কি বাকি রয়েছে?
রাহুল রাজ সিং: এই সব খুব ছোট ব্যাপার।
কে এবং কী উদ্দেশ্য নিয়ে প্রত্যুষাকে খুনের হুমকি দিয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব