শাহরুখ খানের পরবর্তী ছবি 'রইস' একটি বায়োপিক বলা যায়। শোনা যাচ্ছে, ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা। এছাড়া ছবির গল্প লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। আর এতেই ক্ষেপে গিয়েছেন লতিফের ছেলে মুস্তাক আহমেদ। তিনি শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন।
মুস্তাকের বক্তব্য, ছবিতে তাঁর বাবার 'ইমেজ'কে কলুষিত করা হয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয় অর্ধে।
মুস্তাকের দাবি, এতে তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তার মূল্য চোকাতে হবে শাহরুখ খানকে। এই নিয়ে রেড চিলিজ এনটারটেনমেন্টের পক্ষ থেকে জবাবি বিবৃতি ফাইল করা হবে ১১ মে। তাই আদালতের রায় জানতে এখন অনেক দেরি।
'রইস' রিলিজ হওয়ার কথা ছিল এ বছর ইদে। কিন্তু সম্প্রতিই ঘোষণা হয়েছে যে রিলিজ পিছিয়ে যেতে পারে। তারমধ্যে এই মামলা ছবির ভবিষ্যৎকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষা।
'রইস'-এর টিজার:
বিডি-প্রতিদিন/এস আহমেদ