এখন তিনি হলিউডে ‘ট্রিপল এক্স’-এর শুটিংয়ে ব্যস্ত। এই মুহূর্তে কানাডায় শুটিং চলছে ছবিটির। এরই মধ্যে শোনা যাচ্ছে হলিউডে নাকি নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন দীপিকা পাড়ুকোন!
সম্প্রতি প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ‘দ্য মমি’ ছবিতে অভিনয়ের সুযোগ পেতে পারেন দীপিকা। এ জন্য নাকি অডিশনও দিয়ে ফেলেছেন তিনি। এই ছবির হিরো টম ক্রুজ।
টম ক্রুজের নায়িকা হিসেবে কাজ করতে পারলে তার কেরিয়ার গ্রাফ এক ধাক্কায় অনেকটাই উপরে উঠে যাবে বলে ধারণা বিভিন্ন মহলের। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত বড় সুযোগ মোটেই পাচ্ছেন না দীপিকা।
শোনা যাচ্ছে, অভিনেত্রী হুমা কুরেশিও অডিশন দিয়েছেন এই একই ছবির জন্য।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-০৪