কঙ্গনা রানাউত বলিউডের একজন চমৎকার অভিনেত্রী বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। নিজেকে এই অভিনেত্রীর একজন বড় প্রশংসাকারী বলেও জানান বিগ বি। নিজের আসন্ন মুভি 'তেথ্রিএন'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অমিতাভ।
ঋত্বিক ও কঙ্গনার মধ্যকার অাইনি বিরোধ নিয়েও মতামত জানতে চাওয়া হয়েছিল বিগ বির কাছে। তবে এ নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, 'পিকু' ও 'মানু ওয়েডস তনু রিটার্নস' মুভিতে চমৎকার অভিনয়ের সুবাদে আলাদাভাবে গত মঙ্গলবার ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন অমিতাভ ও কঙ্গনা। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ