রূপালি পর্দায় একজন উঠতি খল নায়ক হিসাবেই পরিচিতি পেয়েছেন শিমুল খান। যদিও শুধু খল নায়ক পরিচয়ে শিমুল খানের ঘোর আপত্তি রয়েছে। অভিনেতা হওয়ার কথা অনেকবার বলেছেন তিনি।
ইতোমধ্যে তরুণ অভিনেতা হিসেবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
তবে এবার এক ছবিতেই তিনি হাজির হচ্ছেন সাত রূপে। নবীন নির্মাতা খান জেহাদের ‘কল্প না’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শিমুল।
আগামী ৮ মে নেত্রকোনা বিরিসিরি থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে । শিমুল ছাড়াও ‘কল্প না’তে আরও অভিনয় করবেন ইমরান ইমু, আইরীন তানি, সৈকত সিদ্দিকী, জয়িতা মহলানবীশ, হিমে হাফিজ, কাজী রাজু ও সৈয়দ হাসান ইমাম।
এ ছবি নিয়ে শিমুল খান বলেন, বেশ চ্যালেঞ্জিং হওয়ায় আমি ছবিটিতে অভিনয় করছি। এতে আমাকে সাতটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। আর এ কারণে নানা বেশভূষায় কাজ করতে হবে।
ছবিটি সমসাময়িক সন্ত্রাসবাদের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ছবিটির কাহিনি ও সংলাপ হাফিজ শিশিরের। চিত্রগ্রহণে আছেন তপন আহমেদ।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-২০