ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। দিল্লির বিজ্ঞান ভবনে গত ৩ মে (মঙ্গলবার) রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কালকি। অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে বের হতেই শ্লীলতাহানির শিকার হন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান কক্ষ থেকে বের হয়ে দেহরক্ষীর সঙ্গে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন কালকি। হঠাৎ করেই তার জন্য বরাদ্ধ দেহরক্ষী অমিতাভ, কঙ্গনাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় শ্লীলতাহানির শিকার হন কালকি। অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।
'মার্গারিটা উইথ অ্যা স্ট্র' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন কালকি কোচলিন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ