জনপ্রিয় মুভি 'বাজরঙ্গি ভাইজান' খ্যাত পরিচালক কবির খান 'টিউবলাইট' নামে নতুন একটি মুভি নির্মাণের ঘোষণা দিয়েছেন সম্প্রতি। ঘোষণার পর থেকেই এ নিয়ে বেশ অালোচনা হচ্ছে। মুভিটির প্রধান পুুরুষ চরিত্রে সালমান খান থাকছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার বিপরীতে প্রধান নারী চরিত্রে কে থাকছেন তা নিয়ে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। সর্বশেষ খবর হলো, টিউবলাইট'এ প্রধান নারী চরিত্রে ক্যাটরিনা কাইফকে নেয়া হচ্ছে বলে খবর বেরিয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে সালমানের সাবেক এ প্রেমিকার কাছে কবির খান গিয়েছিলেন বলে ডিএনএন'এ তাদের এক প্রতিবেদনে জানায়। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করেননি পরিচালক কবির খান। খবর ইন্ডিয়া টুডে'র
টিউবলাইট'এ কারা কারা থাকছেন এ প্রসঙ্গে কবির খান বলেন, 'এখন পর্যন্ত কেবল সালমান খানকে একটি প্রধান চরিত্রের জন্য বেছে নেয়া হয়েছে। প্রধান নারী চরিত্রে কে থাকছেন তা এখনো নিশ্চিত নয়। তবে যখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে তখন আমরা নিশ্চিতভাবেই তা জানাবো।'
এদিকে, ডিএনএন'র খবর সত্যি হলে তা সালমান ও ক্যাটরিনার ভক্তদের জন্য সুখবর-ই বটে। টিউবলাইট'র সুবাদে ফের এ জুটিকে তারা বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। সর্বশেষ ২০১২ সালে 'এক থা টাইগার' মুভিতে সালমান ও ক্যাটরিনাকে একত্রে দেখা গিয়েছিল।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ