নতুন ছবি 'ফ্যান’ মুক্তির পর ভক্তদের কাছ থেকে প্রশংশা কুড়িয়েছিলেন শাহরুখ খান। শুধু তাই নয়, বলিউড বাদশার অভিনয় সমালোচকদের নজর কেড়েছিল। অথচ সেই ছবির জন্যই কি না আইনি নোটিশ পেতে হলো শাহরুখকে।
জানা গেছে, ‘ফ্যান’ ছবির একটা দৃশ্যে দেখা গিয়েছিল, ভক্ত গৌরব আরিয়ান খান্নার সঙ্গে একটি মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দেখা করতে যাচ্ছেন। এখানেই হয়েছে যত গোলমাল। মিষ্টির প্যাকেটের ওপর দিল্লির মিষ্টির দোকানের নাম ‘ঘণ্টেওয়ালা’ লেখা ছিল। দোকানের মালিক সুশান্ত জৈনের এখানেই আপত্তি। তাঁর অনুমতি না নিয়েই কীভাবে তাঁর দোকানের নাম ছবিতে ব্যবহার করা হল। আর এই কারণেই শাহরুখ খান ও প্রযোজকের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
ভারতীয় একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হচ্ছে, ‘ঘণ্টেওয়ালা সুইটস’-এর মালিক চান, ছবি থেকে ওই দৃশ্যটি মুছে দেওয়া হোক। কারণ, এতে নাকি তার দোকানের বহু বছরের ঐতিহ্যে আঘাত লাগছে। তাছাড়া, পরিচালক প্রযোজকেরাও অনুমতি ছাড়া কারও নাম ব্যবহার করতে পারেন না বলেও তিনি দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব