সালমান খানের পরবর্তী হোম প্রডাকশনের মুুভিতে ঘনিষ্ঠ বন্ধু ক্যাটরিনা কাইফের জায়গায় আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ থাকছেন বলে খবর বেরিয়েছে। সালমানের পরবর্তী মুভিটি পরিচালনা করবেন তরুণ মানসুখানি। এ দু'জন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কিত একজন খ্যাতিমান নির্মাতার বরাত দিয়ে খবরে এমন দাবি করা হয়।
জ্যাকুলিন অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত 'হাউসফুল-৩' মুভিটি ব্যাপক সাফল্য পেয়েছে। সালমানের বিপরীতে এর আগে ব্যবসাসফল 'কিক' ও 'রয়' মুভিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এদিকে, 'ব্যাং ব্যাং' মুভির সিক্যুয়ালেও ক্যাটরিনার জায়গায় জ্যাকুলিন থাকছেন বলে এক খবরে দাবি করা হয়েছে। 'হাউসফুল-৩' মুভির সাফল্যের সুবাদে ক্যাটরিনাকে ডিঙিয়ে এতগুলো ছবির জন্য তাকে বেছে নেয়া হয়েছে বলে বিশ্লেষকদের মত। রনবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ক্যাটরিনার সময়টা খারাপ-ই যাচ্ছে বলা যায়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৬/শরীফ