অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরই দিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। 'বেগম অব পতৌদি' কারিনা আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার স্বামী সাইফ আলী খান। সেলিব্রেটি ওয়েবসাইট পিঙ্কভিলাকে একথা জানান সাইফ। খবর ইন্ডিয়া টুডে'র
ওয়েবসাইটটিকে সাইফ আলী খান বলেন, 'আমার স্ত্রী ও অামি ঘোষণা করতে চাই যে আমরা ডিসেম্বরেই প্রথম সন্তান আশা করছি। আমরা শুভাকাঙ্খীদের তাদের আশীর্বাদ ও সমর্থনের জন্য এবং গণমাধ্যমকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন ও ধৈর্য্য রাখার জন্য ধন্যবাদ দিতে চাই।'
অবশ্য গতকালই কারিনার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করে যে কারিনা সন্তানসম্ভবা ও তিনি গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমিস্টারে পড়েছেন। এজন্য আগামী সেপ্টেম্বর থেকেই মোটামুটি একটা লম্বা সময়ের জন্য তিনি বলিউড থেকে ছুটি নিচ্ছেন। বলিউড পাড়ার একটি সূত্রও কারিনা যে ছুটিতে যাচ্ছেন তা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৬/শরীফ