শুটিংয়ের প্রয়োজনে কত দেশই না ঘুরেছেন, তবে এবার একটু ভিন্ন কারণে মার্কিন মুলুকে পা রাখবেন জান্নাতুল পিয়া, নিরব ও বাপ্পি।
আগামী ২৮ আগস্ট বাংলা সিনে অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই তিন শিল্পী। এজন্য আজ বৃহস্পতিবার দুপুরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্স কলেজের কোল্ডেন অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে দেশি টেলিগ্রাফ।
পিয়া, নিরব ও বাপ্পির পাশাপাশি বাংলাদেশ থেকে আরও যাচ্ছেন নগরবাউল জেমস, মাইলস ব্যান্ড, চিত্রনায়ক ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, কাজী মারুফ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, হোমায়রা হিমু, আলিশা প্রধান, অমৃতা খান, শাহনূর, কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা প্রমুখ। ভারত থেকে আসবেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী ও চিত্রনায়িকা পায়েল সরকার।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব