৫ লাখ নয়, ১০ লাখ নয়, ২৫ লাখও নয়, পরীমণি এখন ৫০ লাখে। বলছি, ফেসবুকে তার ফলোয়ার বা ভক্ত সংখ্যার কথা। আজ শুক্রবার ৫০ লাখ পাড়ি দিলো তার ফেসবুক ফ্যান পেজ। অর্থাৎ ৫০ লাখ ভক্ত এখন তাকে ফলো করছেন। গত বছর ভেরিফাইড হয় তার এই ফেসবুক অ্যাকাউন্ট।
ভক্ত সংখ্যা অর্ধকোটি পাড়ি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, 'এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এতো তাড়াতাড়ি এরকম ফলোয়ার হবে তা চিন্তাও করিনি। সবই ভক্তদের ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান অভিনয় দিয়ে ফিরিয়ে দিতে চাই। মন জয় করতে চাই ভক্তদের।
উল্লেখ্য, এবারের কোরবানির ঈদে মুক্তি পাবে তার আলোচিত ছবি 'রক্ত'। আজ রাজধানীর একটি পার্কে চলছে এর শেষ পর্যায়ের শুটিং ।