ক্লোজআপ তারকা লিজা এবং সেরাকণ্ঠের নদী এবারই প্রথম এক অ্যালবামের জন্য গান গাইলেন। ছয়টি গান নিয়ে অ্যালবামটির নাম ‘চাঁদমুখ’। সেখানে তারা আলাদাভাবে তিনটি করে গান করেছেন।
অ্যালবাম প্রসঙ্গে লিজা বলেন, আমার একটি গান একটু ব্যান্ডের গানের আদলে, একটু রক ঘরানার অনন্য দু-টি মেলোডিয়াস। মেলোডিয়াস করলে ও রক টাইপের গান এবারই প্রথম।
নদী বলেন, আমাদের দু’জনেরই আলাদা ভক্ত-শ্রোতা আছেন। অ্যালবামটি বেশি শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ হবে। আশা করছি শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন।
অ্যালবামের গানগুলো লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীতায়নে রয়েছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরূপ, রেজোয়ান শেখ ও মেহতাজ। মিউজিক করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরুপ, রেজোয়ান শেখ ও অনিম খান। আগামী ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ জিপি মিউজিকে শোনা যাবে যাবে ‘চাঁদমুখ’ অ্যালবামের গানগুলো।
বিডি-প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৬/ আফরোজ