শাহরুখ খানের জন্য জুতা তৈরি করে জেলে যেতে হল হল এক পাকিস্তানি জুতা প্রস্তুতকারক জাহাঙ্গীর খানকে। আসলে ব্যাপারটা হল অনেকটাই পারিবারিক।
শাহরুখের এক ভাই থাকেন পাকিস্তানের পেশোয়ারে। তিনি চেয়েছিলেন কিং খানকে একটি 'পেশোয়ারি স্যান্ডেল' উপহার দিতে। সেই স্যান্ডেল বানাবার অর্ডার পান শাহরুখের ভক্ত জাহাঙ্গীর। জানা যাচ্ছে, জাহাঙ্গীর সেই স্যান্ডেলটা বানিয়েও ফেলেছিলেন হরিণের চামড়া দিয়ে। আর সেখানেই বাঁধল গোল।
পাকিস্তান বন অধিদফতরের কানে হরিণের চামড়া দিয়ে জুতো তৈরির খবর পৌঁছতেই তারা গ্রেফতার করে জাহাঙ্গীর খানকে। ফলে আপাতত জাহাঙ্গীরের আর শাহরুখের পায়ে জুতা পরানোর স্বপ্ন পূরণ হল না।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-০১