কখনও প্রেমিকা দীপিকাকে নিয়ে মন্তব্য, তো কখনও সালমানের ‘সুলতান’ দেখতে গিয়ে হলের মধ্যে দর্শকদের সঙ্গে নাচানাচি। সব সময়ই কিছু না কিছু করে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। এবার একটু অন্য ভাবে খবরে এলেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। যে বিজ্ঞাপনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা!
এই বিজ্ঞাপনের পরিচালক রোহিত শেঠি। পাঁচ মিনিটের কিছু সময় বেশি দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না। গত ১৯ অাগস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে এই বিজ্ঞাপণটি। ইতিমধ্যেই ষাট লাখেরও বেশি বার এই বিজ্ঞাপণটি দেখেছেন দর্শকরা।
একটি নুডলসের ব্র্যান্ডের এই বিজ্ঞাপনে গ্রাফিক্সের কেরামতিতে দর্শক পৌঁছে যাবেন এক অন্য দুনিয়ায়। হিন্দি ছাড়াও তামিল, তেলগু, কন্নড় ও মালায়লম ভাষায় ডাব করা হবে এই অ্যাড ফিল্মটি। বিজ্ঞাপনটির এডিটেড ভার্সন টেলিভিশনে মুক্তি পাবে আগামী ২৮ অাগস্ট।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-১৮