আবারো প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক শাকিব খান।
সোমবার সন্ধ্যায় জাজের অফিসে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের উপস্থিতিতে নতুন ছবিতে স্বাক্ষর করেন শাকিব।
গেল ঈদে জাজ ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দুই বাংলায় আশানুরূপ ব্যবসা করে ছবিটি।
জাজের ফ্যান পেইজে একটি পোস্টে বলা হয়েছে, ‘আবার ‘শিকারি’ টিম একসঙ্গে হলো। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ, ‘শিকারি’র পরিচালক জয়দীপ ও শাকিব খান নতুন একটি ছবি করতে যাচ্ছে। ছবিটির শুটিং শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে লোকেশন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ, ভারত ও তুরস্কে। সবকিছু ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়া হবে।’
বিডি প্রতিদিন/ ২৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন