এবার গাইবেন নায়িকা শ্রুতি হাসান আর তার গানে নাচবেন আরও এক নায়িকা তামান্না ভাটিয়া। শ্রুতি হাসান এবং তামান্না ভাটিয়া দুজনই জনপ্রিয় তামিল এবং বলিউড ফিল্মের নায়িকা। প্লেব্যাক গায়িকা হিসেবে ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি হয়েছে শ্রুতির। কাথি সানডাই নামের একটি সিনেমার গান গাইতে প্রস্তাব দেয়া হয় শ্রুতিকে। আর তাতে সম্মতি দিয়েছেন নায়িকা।
ছবিতে নায়িকা হিসেবে থাকছেন তামান্না ভাটিয়া। খুব শিগগিরই গানের রেকর্ডিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন সুরজ। গানটির সুর করেছেন হিপহপ তামিঝা। আগামী দীপাবলীতে ছবিটি মুক্তি পাবে এবং এখন থেকেই ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক।
সূত্র: কলকাতা নিউজ ২৪
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-১১