যুক্তরাষ্ট্রের বেশ কিছু কনসার্টে পারফর্ম করতে আগামীকাল দেশ ছাড়বেন তানভীর তারেক। নিউইয়র্কের লেবার ডে উইকেন্ডে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ কনভেনশন ২০১৬-তে পারফর্ম করবেন তিনি। তিন দিনব্যপী এই সম্মেলনটির শেষদিনে গাইবেন তানভীর তারেক। এছাড়া ভার্জিনিয়াতে একটি কনসার্টেও গাইবেন তিনি। এছাড়া আগামী ৯ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি অনুষ্ঠানে তানভীর তারেকের গান গাওয়ার কথা রয়েছে।
এদিকে, স্টেজ শো’র পাশাপাশি নিউইয়র্ক ও ফ্লোরিডায় দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করবেন তানভীর তারেক। ৭ সেপ্টেম্বর আলী আফরোজ অর্ণবের ভিডিও নির্দেশনায় নিউইয়র্ক-নিউজার্সির বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে ‘সাধারণ গান’ টাইটেলের নতুন একটি গানের ভিডিওর শুটিং করবেন তানভীর। এছাড়াও ফ্লোরিডায় জিকো চৌধুরীর নির্দেশনায় একটি নতুন গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমার অর্গানাইজার ও প্রমোটার তানভীর শাহিনের আমন্ত্রণেই মূলত যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে দুটি কনসার্টসহ দুটি গানের মিউজিক ভিডিও ছাড়াও একটি ট্রাভেল ডকুমেন্টারি তৈরি করবো একটি চ্যানেলের জন্য। এটার শ্যুটিং হবে ৩১ আগস্ট থেকে আমার ফেরার দিন (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত। সবমিলিয়ে এবারের কুরবানির ঈদটাও নিউইয়র্কে পালন করাবো। তাই ওখানকার মুসলিমদের ঈদ উদযাপন ও কুরবানির প্রক্রিয়া নিয়েও একটি ডকুমেন্টারি তৈরির পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, এবারের ঈদে জিরো রেকর্ডস ও গান বাংলার প্রযোজনায় ‘তোমার কিছুটা জানি’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও এবং গানচিলের ব্যানারে তানভীর তারেকের ‘সাধারণ গান’ নামের নতুন একটি গানের সিঙ্গেলস অডিও ট্র্যাক রিলিজ হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ