আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নির্মিতব্য বিটিভির ঈদ আনন্দমেলায় থাকছে পদ্মাসেতু নিয়ে একটি বিশেষ গান। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতুটি নিয়ে লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের পাঁচ গায়ক। তারা হলেন: এম এস রানা, ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সাব্বির, রাজিব, রাশেদ এবং সেরা কণ্ঠের রিপন।
'অকুল দুকুল বইন্ধা দিলা ভালোবাসার বন্ধনে, এমন বাঁধন আর দেখি না পদ্মা তোমার সন্ধানে, আজি কর্তিনাশা বন্ধনে' এমন কথামালায় গানটি রচনা করেছেন আল মনসুর, সুর সংগীত করেছেন আনিসুর রহমান তনু।
ইতোমধ্যেই বিটিভির স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ সম্পন্ন হয়েছে। ভিডিও ধারণ হবে বিটিভি স্টুডিও এবং পদ্মার পাড়ে পদ্মসেতু নির্মাণাধীন এলাকা ও তার আশেপাশে। আল মনসুরের গ্রন্থণা ও পরিকল্পনায় আনন্দমেলা প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। প্রচার হবে বিটিভিতে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ