ইউটিউবে প্রকাশ হলো জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি ‘রক্ত’র আরেকটি টিজার। আজ মঙ্গলবার রাত ৮টায় এই টিজার প্রকাশিত হয়েছে।
এর আগে গত ১ আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবি ‘রক্ত’র প্রথম টিজার ইউটিউবে মুক্তি পায়। ইতোমধ্যে জাজ ইউটিউবে 'ডানাকাটা পরী' এবং 'ধীম তানা' শিরোনামের দুটি গানও প্রকাশ করেছে। গত ৬ আগস্ট রাতে 'ডানাকাটা পরী' গানটি প্রকাশিত হয়। পরবর্তীতে একই গান ছবিটির আরেক প্রোডাকশন হাউজ এসকে মুভিজ ইউটিউবে আপলোড করে। আর ২৫ আগস্ট প্রকাশ পায় 'ধীম তানা'।
আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত বিগ বাজেটের 'রক্ত'। এতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীকে। ছবিতে তার সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রিক্ত রোশান।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ