কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঞ্চালনায় আসছে নতুন রিয়েলিটি শো ‘হোম মিনিস্টার বৌমা’। এ শোয়ের মাধ্যমে প্রথমবার ঋতুপর্ণাকে ছোটপর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। রিয়্যালিটি শো ‘হোম মিনিস্টার বৌমা’তে দর্শকরা নতুন কী পাবেন?
ঋতুপর্ণা জানিয়েছেন, এই শো দর্শকদের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এর মধ্যে থেকে অবশ্যই এমন কয়েকজন গৃহবধূকে পাওয়া যাবে, যারা অন্যান্য কাজেও পটু। কিন্তু সাংসারিক কাজের ব্যস্ততায় নিজেদের মেলে ধরতে পারেন না। তারা যাতে নিজেদের অন্যভাবে খুঁজে পান সেটাই এ শো-য়ের উদ্দেশ্য।
‘হোম মিনিস্টার বৌমা’ শো-তে প্রতিযোগীরা স্বামী ও শাশুড়ির সঙ্গে মিলে অংশগ্রহণ করতে পারবেন। খুব শিগগির এই শো'র সম্প্রচার শুরু হবে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৬/ফারজানা