বলিউডে হালের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেতা রণবীর সিং। বিশেষত ‘বাজিরাও মাস্তানি’ পরবর্তী সময়ে তাকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। সেই রণবীরকেই ‘বেফিকরে’ ছবির ট্রেলারে যেভাবে দেখা যাচ্ছে তাতে শোরগোল পড়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়।
বলিউডে শার্ট খুলে বাজিমাত করতে দেখা যায় সালমান খানকে। পরে সিক্স প্যাক অ্যাবস দেখানোর জন্য বহু নায়কই সেই পদ্ধতি অনুসরণ করেছেন। কিন্তু রণবীর সিং এগিয়ে গেছেন আরও এক ধাপ। জানালেন নগ্ন হতে তার কোনও আপত্তি নেই।
তিনি বলেন, “অভিনেতার নগ্ন হওয়া মানে আক্ষরিক অর্থে নগ্ন হওয়া বোঝায় না। তারা যা অনুভব করেন না সেটাই এমনভাবে অভিনয় করেন যাতে দর্শক তার অভিনয়টা বুঝতে না পারে। ভাবে, সত্যিই তিনি একই অনুভবে ভাবিত হচ্ছেন।”
তবে অনেক অভিনেতাই সেই আবেগ সঞ্চারের ক্ষেত্রে নানারকম ‘ট্রিক’ ব্যবহার করেন। কিন্তু রণবীর তা করতে নারাজ। অভিনেতা হিসেবে তিনি তার সর্বস্ব দিয়েই আবেগ-অনুভব দর্শকের মনে পৌঁছে দিতে চান। আর তাই তিনি জানালেন, নগ্নতা তার কাছে অন্য মাত্রা ও অর্থ নিয়ে আসে। নগ্নতার সঙ্গে তার সত্তার কোন বিরোধ নেই। তিনি যাই পরুণ না কেন, সেটি বাহ্যিক উপকরণ মাত্র।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব