আলোচিত অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ড কেরকে হত্যার জন্য তার বাড়িতে হামলায় চালিয়েছে এক দুর্বৃত্ত। যদিও এ সময় মিরান্ড বাসায় ছিলেন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলসে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানায়, এক হামলাকারী মিরান্ডার বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা প্রহরী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে। যদিও ওই প্রহরীর গুলিতে পরে হামলাকারীও আহত হয়। বর্তমানে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১০ সালে হলিউড তারকা অরলান্ডো ব্লুককে বিয়ে করেন মিরান্ডা। সেই ঘরে তার দুটি সন্তানও রয়েছে। কিন্তু তিন বছর পরই বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব